ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালী লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ

কাউখালী লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ

কাউখাল প্রতিনিধি >
ঈদ উল আযহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। লঞ্চঘাট,স্টীমার ঘাট এখনও যাত্রীদের উপচেপড়া ভিড়। কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাটে আজ শনিবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। তবে কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৬টি লঞ্চও ১টি স্টিমার। বিআইডব্লিউটিসির স্টিমারে বাঙালী তিল ধারণের ঠাঁই ছিল না যা দেখে মনে হয়েছে ঈদের পর সর্বাধিক পরিমাণ ঘরেফেরা মানুষ কর্মস্থলে ফিরে গেছেন। স্টিমার ও লঞ্চে শতাধিক যাত্রী উঠতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা ।a-3
শনিবার সরজমিনে গিয়ে দেখা গেছে টিপু-১২, অগ্রদুত প্লাস, আসা যাওয়া,মর্নিংসান-৫,অভিযান,পূবালী লঞ্চে তিল ধারণের জায়গা নেই। এসব ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে লঞ্চগুলো। এরপরও রয়েছে ছোট-বড় ২০টি লঞ্চ ঘাট। অপর দিকে কাউখালী বাস দূরপাল্লার বাসগুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করার পরও তাদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে বাস কাউন্টারের লোকজন। লঞ্চঘাটের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীদের দিক বিবেচনা করে বর্তমানে প্রথম শ্রেণী ডাবল কেবিনের ভাড়া নেয়া হচ্ছে ২ হাজার ২শ’ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকা এবং ডেকের ভাড়া নেয়া হচ্ছে ২৫০ টাকা করে।a-1
সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এম,ভি বাঙালী মোড়লগঞ্জ, মাছুয়া,হুলার হাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে কাউখালীতে ঘাট দিলেও স্টিমারে ছিল যাত্রীদের প্রচন্ড ভীড়।
কাউখালী রাজাপুর,স্বরূপকাঠী,ঝালকাঠী একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চ স্টেশন থেকে নৌপথে যাতায়াত করে থাকেন। এ কারণে ভিড় একটু বেশি বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...