ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ভূমিদস্যু কর্তৃক হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মঠবাড়িয়ায় ভূমিদস্যু কর্তৃক হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কগাছিয়া গ্রামের চিহ্নিত ভূমিদস্যু কুদ্দুস ফকির গং কর্তৃক হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী মিলন মৃধা। মিলন মৃধা উপজেলার চড়কগাছিয়া গ্রামের মোঃ চাঁন মিয়া মৃধার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিলন মৃধা বলেন, আমার পিতা মোঃ চাঁন মিয়া মৃধা আজ থেকে প্রায় ৩৫ বছর আগে একই এলাকার তার শশুর অর্থাৎ আমার নানা মোঃ নূরুল হক ফকিরকে জমি কেনা বাবদ ৪০ হাজার টাকা দেন। আমার নানা বিভিন্ন কারনে ওই সময় জমি রেজিষ্ট্রি দিতে পারেননি। পরবর্তীতে আমার নানা ইন্তেকাল করেন। তিনি ৩৫ কুড়া সম্পত্তির মালিক ছিলেন। তার মৃত্যুয়ান্তে মোট ওয়ারিশ হয় ৭ জন। ওয়ারিশ হিসেবে আমার মা ও আমি অংশ হিসেবে (৩ কুড়া) ফরায়েজ জমি ও তৎকালীন ৪০ হাজার টাকার জমি চাইতে গেলে আমার পরিবার আমার মামা আঃ কুদ্দুস ফকির গংদের রোষানলে পড়ে। আমার পরিবারের সদস্যদের ওপর হামলা-মামলা অব্যাহত থাকে।

আমাকে আমার মামীকে দিয়ে ধর্ষণ মামলা দেয়। কুদ্দুস ফকির গং এ পর্যন্ত আমাকে ধর্ষণ, নারী নির্যাতন সহ ২০টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছেন। আমি যখন মিথ্যা মামলায় পলাতক তখন আমার মা জবেদা বেগমকে তার আপন দুই ভাই কুদ্দুস ও জাহাঙ্গীর ফকির পায়ে পিষ্ট করে মেরে ফেলে। ২ দিন পরে তাকে দাফন করতে হয়েছে। সন্ত্রাসী কুদ্দুস ফকির গংদের ভয়ে থানায় অভিযোগ বা মামলা করতে পারিনি। যার স্বাক্ষী ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসাইন।

মিলন মৃধা আরও অভিযোগ করেন, কুদ্দুস ফকির গংরা এলাকার প্রায় ১০টি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। প্রায় প্রতিটি মামলায় আমাকে আসামী করে। প্রতিনিয়ত আমাকে খুন-যখম সহ মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা চালায়। বাধ্য হয়ে আমি মঠবাড়িয়া থানায় সম্প্রতি সাধারণ ডায়রী করেছি। বর্তমানে আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...