ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত ,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন-বাস চালক আটক

বামনায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত ,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন-বাস চালক আটক

বামনা(বরগুনা) প্রতিনিধি >
বরগুনার বামনায় যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুথি সংঘর্ষে মো.কবীর হাজী (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক মো.কবীর হাজী বামনা উপজেলার বড় তালেশ্বর গ্রামের মৃত কাদের হাজীর ছেলে।
নিহত কলেজ শিক্ষক কবীর হাজী পাশ্ববর্তী আমুয়া ডিগ্রী কলেজের রাষ্্রট বিজ্ঞান বিভাগের প্রভাষক । বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্তলে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণহীন ভাবে চালাতে গিয়ে মোটরসাইকেলকে থাক্কা দিলে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষক ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস চালক মো. আলী আকবর(৪২) ও হেলপার মো. ইয়ামিন(২৮) আটক করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে উদ্ধার করলেও হেলপার ইয়ামিন পালিয়ে যায়। এসময় বিক্ষুব্দ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কবীর হাজী প্রতিদিনের মত নিজস্ব মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে আমুয়া যাচ্ছিল। পথে চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা জুই পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই নিহত হন। উপস্থিত জনতা ড্রাইভারকে আটক করে এবং ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে বামনা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক বাসের চালককে জনতার কবল হতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃত বাস চালক আলী আকবর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পাশা গ্রামের মনু মিয়ার ছেলে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, ঘটনস্থল হতে নিহত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কলেজ শিক্ষকের পরিবার হতে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...