ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবিতে মহিলা পরিষদের আলোচনা সভা

কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবিতে মহিলা পরিষদের আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালন উপলক্ষ্য জাতিসংঘ ঘোষিত সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন বিষয়ে কাউখালী মহিলা ডিগ্রী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেছেন কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত আধ্যক্ষ জনাব, আবু সাইদ, বিশেষ আতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির কাউখালী উপজেলার সভাপতি আলীউজ্জামান, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপিকা ও মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহাজাদী রেবেকা শাহীন।
বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক পরিতোষ মন্ডল, ভারপ্রাপ্ত আধ্যক্ষ আবু সাইদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির কাউখালী উপজেলার সভাপতি আলীউজ্জামান, মহিলা পরিষদ জেলা শাখার আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম নুপুর। বক্তাগণ নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতন, বৈষম্যমুক্ত সংস্কৃতি গড়ে তোলা এবং সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ার জন্য সরকারের প্রতি দাবী রেখেছেন। এছাড়াও তারা ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদ প্রতিহত করার জন্য তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
শেষে কাউখালী মহিলা ডিগ্রী কলেজে বিকাল ৩ টার সময় তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সমাজকল্যান সম্পাদক শামীম আরা শাম্মী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...