ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা

কাঁঠালিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপ্যাল আবি আবদুল্লাহ আহসান, প্রভাসক এমদাদ ফারুক, সাইদুর রহমান, শহীদুল হক, ইলিয়াস সিকদার ফরহাদ ও শিক্ষার্থী তামান্না আক্তার প্রমূখ।
একই সময় মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বিশেষ অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন, সাবেক গভণিংবডির সদস্য আলতাফ হোসেন মাস্টার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রভাসক রমিজ উদ্দিন, শিক্ষার্থী হাবিবা আক্তার ও মনিজা আক্তার প্রমূখ এদিন কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো.হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.তরুন সিকদার।
বক্তব্য দেন, সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান,শিক্ষার্থী ইসরাত জাহান ও জহিরুল হক প্রমূখ।
এছাড়া আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ,আমুয়া আমির মোল্লা মাধ্যামিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...