ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

মঠবাড়িয়ার ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

শিক্ষা প্রতিবেদক >

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধি সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নের ১০৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা ব্যাপী একযোগে সকাল ১১টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১ টি কলেজ, ৪৭ টি মাধ্যমিক স্কুল, ৪৮ টি মাদ্রসা স্ব স্ব প্রতিষ্ঠানে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় অভিভাবকরা অংশ নেন।
মঠবাড়িয়া সরকারী কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার মো.শাহ নেওয়াজ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবজ্ঞিান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্না, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আবুল কাশেম, কলেজ মসজিদের ঈমাম শামসুল হক, ছাত্রী নূরে জান্নাত মীম ও ছাত্র ইমন মিয়া প্রমূখ।
সভায় বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচতেন থাকার আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরবিশে বজায় রাখার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...