ব্রেকিং নিউজ
Home - জাতীয় - জেলা পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকেই হওয়া উচিত : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

জেলা পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকেই হওয়া উচিত : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

বিশেষ প্রতিনিধি >
পরিবেশ ও বন মন্ত্রী ও জাতীয় পার্টি(জেপি) চেয়ারম্যন আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকেই হওয়া উচিত। তবে এ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। রাজনীতিতে বিভাজন থাকবেই । দেশের উন্নয়ন তথা ভাগ্যের পরিবর্তনের জন্য সুষ্ঠু ধারার রাজনীতির বিকল্প নেই ।
পরিবেশ ও কন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ শুক্রবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার মজিদা বেগম মহিলা কলেজ মিলনায়তনে তিনটি উপজেলার সমন্বয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ মত বিনিময় সভায় ভান্ডারিয়া, কাউখালী, জিয়ানগর উপজেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ভান্ডারিয়া পৌরসভার পৌর প্রশাসক,কাউন্সিলরবৃন্দ ও ইউনিয়ন পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন ।
মত বিনিময় সভায় তিনি আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে উন্নয়নের কাতারে শামিল হয়ে একযোগে কাজ করতে হবে । সরকারের নীতি ও বিকেন্দ্রীকরণে ইউনিয়ন পরিষদ উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে। যার যা প্রাপ্য সরকার সে সুষম বন্টন করছে। তিনি আরও বলেন, অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের দৃষ্টিভংগী বদলে যাচ্ছে। জনগনের সেবার মান বৃদ্ধিতে জনপ্রতিনিধিদের মনোযোগি হয়ে কাজ করতে হবে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন, অ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পপি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, টুঙ্গীপাড়া আ’লীগ দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক জোমাদ্দার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার হোসেন বাবুল, আমড়াজুড়ী ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁন, ইউপি সদস্য সাখয়াত হোসেন সেপাই , নেপাল চন্দ্র, আবুল হোসেন আবু প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...