ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সুলতান উৎসব আজ

সুলতান উৎসব আজ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এই শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। শিল্পী সুলতান স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা এবং বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান।
শিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে আজ মঙ্গলবার তিন দিনব্যাপী শুরু হচ্ছে সুলতান উৎসব। সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ মেলার উদ্বোধন করবেন । সুলতান ফাউন্ডেশন, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসবে সহায়তা দিচ্ছে ভিশন (আরএফএল)।
উৎসব উপলক্ষে সুলতান মঞ্চে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প আলোচনা অনুষ্ঠান থাকছে। সুলতান উৎসবের প্রধান আকর্ষণ নৌকা বাইচ। ১ সেপ্টেম্বর চিত্রা নদীর ফেরীঘাট থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত এই বাইচে প্রায় ২৫টি নৌকা অংশগ্রহণ করবে। ইতিমধ্যে নৌকা বাইচ দেখতে নড়াইলে আসা শুরু করেছে জেলার বাইরে থাকা নাগরিকরা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকা বাইচ উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী বীরেন সিকদার।
সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, সুলতান উৎসব বর্ণাঢ্য আয়োজনে আজ শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় শিল্পী সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা সভার পাশাপশি থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে গভীর রাত অবধি।
তিন দিনব্যাপী সুলতান উৎসব উপলক্ষে চিত্রশিল্পীর পূণ্যভূমি নড়াইল সেজেছে অপরূপ সাজে। এ উৎসবে কলকাতা আর্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর সুমন পালসহ বেশ কয়েকজন বরেণ্য চিত্রশিল্পী উপস্থিত থাকবেন ।

# সূত্র > দৈনিক কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...