ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঘূর্ণিঝড় প্রস্তুতির সরঞ্জামাদি বিতরণ

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঘূর্ণিঝড় প্রস্তুতির সরঞ্জামাদি বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া উপকূলে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির বিভিন্ন সরঞ্জামাদি ও বিভিন্ন সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। জলবাযু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০০ জন স্বেচ্ছাসেবকের মাঝে এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইসচেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা আবদুর রশীদ,উপজেলা সহকারী পরিচালক (সিপিপি) মো. আব্দুল লতীফ,উপজেলা সিপিপি টীম লীডার মো. ইকবাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বন ও পরিবেশ মন্ত্রনালয় বাস্তবায়নে উপজেলার ৮ টি ইউনিয়নের ৬০ টি ইউনিটে ৯০০ জন পুরুষ ও নারী স্বেচ্ছাসেবকদের মাঝে প্রশিক্ষণ পরবর্তী দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক চিকিৎসা ব্যাগ, হাত সাইরেন, রেডিও ,সাংকেতিক পতাকা, সুপার মেগাফোন, রেইনকোট, লাইফ জ্যাকেট, সিপিপি ভেস্ট, রেসকিউ স্ট্রেচার সহ মোট ১২ ধরনের সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...