ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় দুই গ্রামের ২৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

বামনায় দুই গ্রামের ২৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

বামনা প্রতিনিধি >
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা ও অযোধ্যা গ্রামের ২৮৭ পরিবারে নুতন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। রবিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন (১১০,বরগুনা-২) গোলাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ও অযোধ্যা গ্রামে যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র হাওলাদারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে সুইস টিপে নুতন বিদ্যূৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন। এতে দুই গ্রামের ২৮৭ পরিবার নতুন বিদ্যুত সংযোগ সুবিধার আওতায় এসেছে।
রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক জমাদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার,পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার কর, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার,বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ প্রমূখ।
বামনা পল্লীবিদ্যুৎ অফিস সুত্রে জানাগেছে, উপজেলার গোলাঘাটা গ্রামে ১৬৪ পরিবারে বিদ্যুতের সংযোগ দিতে ২৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ২.৩৫৪ কিলোমিটার এবং অযোধ্যা গ্রামে ১২৩ পরিবারে বিদ্যুতের সংযোগ দিতে ৩৩ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ২.৮১৭ কিলোমিটার নুতন লাইন নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...