ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভারী বর্ষণে ভাণ্ডারিয়ার জনজীবন দুর্ভোগ

ভারী বর্ষণে ভাণ্ডারিয়ার জনজীবন দুর্ভোগ

ভান্ডারিয়া প্রতিনিধি >
লঘূচাপের প্রবাহে আজ রবিবার ভোর থেকে দিনভর ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ায় দূর্ভোগে পড়েছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হাজারো মানুষ। অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার জনজীবনে নেমে এসছে চরম কষ্ট। পৌর শহরের শহরের রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । কম সংখ্যক যান বাহন চলাচল করছে। বৃষ্টির কারণে পৌর শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর হতে বের হননি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অঘোষিত বন্ধ থাকে।
এদিকে জোয়ারে উপজেলার কঁচা ও পোনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ফুট বৃদ্ধি পেয়ে নীচু এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। পানিতে তলিয়ে বেশ কয়েকটি পুকুর ও জলাসয়ের মাছ ভেসে গেছে। অপরদিকে শহরের অতিবৃষ্টির কারণে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলবদ্ধতা। জেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, রাত থেকে এ পর্যন্ত পিরোজপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি অফিস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...