ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে নিখোঁজের তিন দিন পর কচা নদী থেকে শিশু শর্মীর লাশ উদ্ধার

কাউখালীতে নিখোঁজের তিন দিন পর কচা নদী থেকে শিশু শর্মীর লাশ উদ্ধার

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে শর্মী আক্তার নামে তিন বছরের একটি শিশু নিখোঁজ হওয়ার তিন পর কচা নদী হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে কচা নদীর গাজীপুর এলাকায় জেলেরা শিশুটির লাশ উদ্ধার করে। পরে নিহত শিশুটির পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসে। কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ জোলাগাতি গ্রামে সোমবার দুপুরে শিশু শর্মী বসতবাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে জোয়ারের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল। নিহত শিশু শর্মী উপজেলার দক্ষিণ জোলাগাতি গ্রামের জেলে মো. দুলাল হালাদারের ছোট মেয়ে।
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু শর্মীর আপন চাচাত ভাই মিঠু হাওলাদার শিশুটিকে গোসল করাতে বসতবাড়ির সম্মূখ খালের ঘাটে নিয়ে যায়। শিশুটিকে মিঠু গোসল করিয়ে ঘাটের ওপর দাড় করিয়ে সে নিজে খালে নেমে গোসল করে। এসময় শিশু শর্মী ঘাট থেকে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্্েরাতে শিশুটি ভেসে যায়। পরে শিশুটির সন্ধান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এদিকে শিশুটির সন্ধানে গত তিন ধরে এলাকায় মাইকিং করে গ্রামবাসি সন্ধানের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার রাতে কচা নদীতে মাছধরারত জেলেরা শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে তিনদিন ধরে সন্ধানের চেষ্টা চলছিল। বুধবার রাতে কচা নদীতে শিশুটির ভাসমান লাশ পাওয়া যায়। পরে নিহত শিশুটির পরিবারের স্বজনরা লাশ বাড়িতে এনে দাফন করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...