ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ২৩৪ পৌরসভায় নির্বাচন ৩০ ডিসেম্বর

২৩৪ পৌরসভায় নির্বাচন ৩০ ডিসেম্বর

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ২৩৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহার ১৩ ডিসেম্বর এবং ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর।
এ সময় সিইসি বলেন, একটি পৌরসভায় প্রত্যেক রাজনৈতিক দল একজন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একাধিক প্রার্থী মনোনয়ন দেয়া হলে সবার মনোনয়নপত্র বাতিল হবে।
তিনি বলেন, একটি পৌরসভায় প্রতিটি দল একজন প্রার্থীর জন্য এক লাখ টাকার বেশি খরচ করতে পারবে না। এছাড়া প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপি ও সরকারি চাকরিজীবীরা প্রচারণা চালাতে পারবেন না।
কাজী রকিবউদ্দিন আরও জানান, নির্দলীয় প্রার্থীর ক্ষেত্রে একশ’ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।
প্রসঙ্গত, এই প্রথম দলীয়ভাবে স্থানীয় সরকার-পৌরসভায় ভোট হচ্ছে। তবে এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন নির্দলীয়ভাবে রাখা হয়েছে।
বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগের মেয়াদ শেষ হচ্ছে।
সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে চার দিনে নির্বাচন উপযোগী প্রায় আড়াইশ’ পৌরসভায় ভোট হয়।
যে সব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানতে ক্লিক করুন এখানে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...