ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া সরকারি কলেজের ঝুঁকিপূর্ন ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

মঠবাড়িয়া সরকারি কলেজের ঝুঁকিপূর্ন ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের ঝুকিপূর্ণ একাডেমিক ভবন পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম। জেলা নির্বাহী প্রকৌশলীর কাছেে একাডেমিক ভবনের দুরাবস্থা বিষয়ে কলেজ অধ্যক্ষ চিঠি প্রেরণ করেন। এছাড়া সম্প্রতি ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করলে প্রকৌশলী আজ রবিবার পরিদর্শনে আসেন । তিনি ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনটি ঘুরে দেখেন । এসময় সহকারী জেলা নির্বাহী প্রকৌশলী,উপজেলা প্রকৌশলী ,অধ্যক্ষ গোলাম মোস্তফা,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্না,অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক প্রজিত বড়ালসহ কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম এ বছরের সংস্কারের বাজেট থেকে দ্রুত একাডেমিক ভবনটি সংস্কারের আশ্বাস দেন। পরবর্তীতে অনার্স প্রকল্পের বাজেটে নতুন ভবন নির্মাণের কথাও তিনি ব্যক্ত করেন।

ছবি- মঠবাড়িয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্নার ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...