ব্রেকিং নিউজ
Home - জাতীয় - অন্য দেশের প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করা যাবেনা – ভান্ডারিয়ায় পরিবেশ ও বনমন্ত্রী

অন্য দেশের প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করা যাবেনা – ভান্ডারিয়ায় পরিবেশ ও বনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি >

অন্য দেশের প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করা যাবেনা। যে যার রাজনীতি করেন তাতে সরকারের কোন আপত্তি নাই। তবে দেশ ও সমাজ বিরোধি কোন কর্মকান্ড চলবে না। দেশে যে কোন জঙ্গী তৎপরতা সরকার কঠোর হস্তে দমন করবে। দেশের মানুষ দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নতি হবে। আমি ৩২ বছর ধরে এ ঐক্যের কথাই বলে আসছি। আমাদের সহিষ্ণুতার সাথে ধৈর্য্য ধরতে হবে আরও সচেতন হতে হবে।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আইশৃংখলা ও জঙ্গীবাদ বিরোধি সভায় এসব কথা বলেন।
পরিবেশ ও বনমন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নানা নিপীড়ন হচ্ছে। বিশেষ করে সিরিয়া ও লেবাননে মুসলমানরা নিগৃহীত হচ্ছে। যা মানবতা বিরোধি। ইসলাম শান্তির ধর্ম । তাই অন্য দেশের প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করা যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, ঢাকায় বসে ভাগ্য নির্ধারণ হয় যার কপালে যা লেখা আছে সেটাই হবে। তিনি সর্বনাশা ইয়াবা ট্যাবলেটকে ওবামা উল্লেখ করে বলেন, নতুন প্রজন্ম সর্বনাশা ওবামা ট্যাবলেটে আসক্ত হয়ে পড়েছে। আমাদের নতুন প্রজন্মকে আলোর পথে আনতে হবে । সকলকে সচেতনভাবেই তা করতে হবে। চাকুরি সোনার হরিণ হলেও সরকার নিয়োগ প্রক্রিয়া অব্যহত রেখেছে।
মন্ত্রী আরও বলেন, আমাদের দুর্যোগপ্রবণ উপকূলে জনজীবনে পরিবর্তন আসছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে । সুপেয় পানি নিশ্চিত করণে কাজ চলছে। উপকূলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ক্ষতিগ্রস্ত বেরিবাধ নির্মাণ হবে। ৪০০ কোটি টাকার বেরিবাধ নির্মাণ হবে। দেশের মানুষ দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এসময় মন্ত্রী আইন শৃংখলা বাহিনীকে দেশের অগ্রগতির স্বার্থে সচেতন থাকার নির্দেশ দেন।
শেষে পরিবেশ ও বনমন্ত্রী দরিদ্র জেলেদের মাঝে মাছধরা জাল বিতরণ করেন। এছাড়া মন্ত্রী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আইন শৃংখলা ও জঙ্গীবাদ বিরোধি সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ, উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাপা নেতা মনিরুল হক মণি জোমাদ্দার, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মহিউদ্দিন মহারাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম , নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশীদ খসরু, ওসি কামরুজ্জামান তালুকদার, শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার ও সিদ্দিকুর রহমান টুলু প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...