ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

পিরোজপুরে দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে উপজেলা দুর্যোগ প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সকল পর্যায়ের দপ্তর প্রধান, এনজিও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সমন্বয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে উপকুলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এ উপকুলে আরও পাঁচ শতাধিক সাইক্লোন শেল্টার নির্মিত হবে, যেখানে উপকুলের সাধারন মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবে। তিনি বলেন, সবাই মিলেমিশে একসাথে কাজ করলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এবং এ জন্য এলাকার জন প্রতিনিধি সহ সমাজের সকল স্থরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি। উপজেলা সম্মেলন কেন্দ্রে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা,চালিকা শক্তি, জনগোষ্ঠির দুর্যোগঝুকি নিরুপন, স্থানীয় পর্যায় দুর্যোগঝুকি হ্রাস ও আপদকালীন পরিকল্পনা প্রনয়ন, নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ব্যাক্তিদের দুর্যোগঝুকি ও ঝুকিহ্রাাস বিষয়ক ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ,উদ্দীপন পিরোজপুরের মো. সিরাজুল ইসলাম, ব্রাক’র হাফিজুর রহমান, সেভ দি চিলড্রেন পিরোজপুর প্রকল্প কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন এবং দিশা পিরোজপুরের কামাল হোসেন।
এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, সদর থানার পরিদর্শক হাচনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...