ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

কাউখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

কাউখালী প্রতিনিধি >
সম্মিলিতভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক প্রাথমিক শিক্ষক ও সুধি সমাজ অংশ নেন। মানববন্ধনে এসে সংহতি জানান কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস. কে জাবিদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।

শেষে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সুব্রত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, শিক্ষক নেতা উমেশ চন্দ্র ঘরামী, সেলিম মুজাহিদ, লিটন কৃষ্ণ কর, আল-মামুন, হুমাউন কবির, কৃষ্ণ গোপাল কুন্ডু, মোঃ জসিম উদ্দিন, পদ্মা রানী দত্ত, আভা রানী সিকদার, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস প্রমূখ।

বক্তারা বলেন, ধর্মের নামে উগ্রতা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনও উগ্রতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। কাজেই ধর্মের কথা বলে যারা মানুষ হত্যা করে, সেই জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের নির্মূলে আজ দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

আমাদের সন্তানদের যেন জঙ্গিবাদীরা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বিপথগামী করতে না পারে। সেজন্য নিজ সন্তানদের প্রতি নজর দেওয়াসহ তাদেরকে বেশী করে সঙ্গ দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...