ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়া পৌর শহর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন

ভান্ডারিয়া পৌর শহর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন

ভান্ডারিয়া প্রতিনিধি >
পিরোজপুরের নবগঠিত ভান্ডারিয়া পৌর শহর সামন্য বৃষ্টি আর স্বাভাবিক জোয়রের পানিতে জলমগ্ন হয়ে পড়ছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠা ও শহর লাগোয়া পোনা নদীতে বেড়িবাধ না থাকার ফলে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে সড়ক জলমগ্ন হয়ে পড়ছে। এছাড়া সামন্য বৃষ্টি শহরের বেশীরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, নবগঠিত ভান্ডারিয়া পৌরসভার রাস্তাঘাট নীচু । তাছাড়া শহরের কোথাও এখনও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বর্ষা মৌসুমে সড়ক তলিয়ে গেলে পানি অপসারিত হয়না। এতে শহরের টিএন্ডটি সড়ক,শহীদ মিনার সড়ক, ওভারব্রীজ সড়ক ও কলেজ সড়ক জলমগ্ন হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করছে।
অপরদিকে শহরের পশ্চিম পার্শে পোনা নদীতে কোন বেরিবাধ না থাকার ফলে প্রতিদিন স্বাভাবিক জোয়ারের পানি উপচে পড়ছে। এতে শহরের কাপুড়িয়া পট্রি, কাঠপট্রি ও মুরগী বাজার এলাকায় পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে হাটুরে মানুষজনদের বাজারঘাট করা দুসাধ্য হয়ে পড়ে। সড়ক জলমগ্ন হয়ে থাকায় মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

শহরের শহীদ মিনার সড়কের ওয়ার্কশপ ব্যবসায়ি মো. জাকির হোসেন বলেন, ভান্ডারিয়া শহরের এমন কোন সড়ক নেই যেখানে বৃষ্টির জল জমে না থাকে। শহরে কোন ড্রেন না থাকায় পানি অপসারণের কোন ব্যবস্থা নেই। জলকাদার রাস্তায় হাটুরে লোকজন যেমন দুর্ভোগ পোহায় আমরা ব্যবসায়িরাও চরম কষ্টের মধ্রে থাকি।

এ ব্যাপারে ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ভান্ডারিয়া নবগঠিত পৌরসভা । পৌরসভার অবকাঠামো উন্নয়নে জলবায়ূ ট্রাস্টের ফান্ডে নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এসব প্রকল্পে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব ড্রেন নির্মাণ হলেই শহরের জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...