ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পিরোজপুরে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু

দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পিরোজপুরে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু

পিরোজপুর প্রতিনিধি >
‘সমাজের প্রতিটি স্তরে দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। আজ মঙ্গলবার জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে নিজস্ব সম্মেলন কক্ষে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ মামুন তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন শুকুর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান সরদার, দলিত পরিষদের সভাপতি পান্না লাল দাস, সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ। ৫০ দিন ব্যাপি সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণে ৪টি ব্যাচে ৫০ জন দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।
উপ-পরিচালক সমাজসেবা জানিয়েছেন, প্রশিক্ষন শেষে সেলাই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কম্পিউটার ক্রয়ের অর্থ সমাজসেবা অধিদপ্তর প্রদান করবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...