ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া সরকারী কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন দ্রুত অপসারণ ও নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া সরকারী কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন দ্রুত অপসারণ ও নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারী কলেজের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অসারণ করে নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছে ভূক্জীতভোগি ছাত্র- ছাত্রীরা। ১৯৮৪ সালে নির্মিত তিনতলা একাডেমিক ভবনটি যে কোন মূহুেের্ত ভেঙে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণহানী ঘটাতে পারে। কলেজ কর্তৃপক্ষ কয়েকদফায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অবহিত করেও কোন সাড়া মেলেনি। বিক্ষুব্দ ছাত্রছাত্রীরা জ্বরাজীর্ণ একাডেমিক ভবনে ক্লাস বর্জন করে আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বেলা সাড়ে দশটা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ক্লাস বর্জণ করে একাডেমিক ভবন দ্রুত অপসারণ ও নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের সম্মূখ চত্বরে মানববন্ধন করে। এতে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী অংশ নেন।
শেষে কলেজ ক্যাম্পাসের বকুল চত্বরে শিক্ষার্থীরা সমাবেশ করে। এতে বক্তব্য দেন,কলেজ শিক্ষার্থী মশিউর রহমান মুর্তুজা, মো. জাহিদুল ইসলাম বাবু, মেহেদী হাসান, ইমন মিয়া , সাদিয়া রহমান সূচি ও আশা মণি প্রমূখ।
এসময় শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন দ্রুত অপসারণ করে নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানায় ।

কলেজ সূত্রে জানাগেছে, ১৯৬৯ নালে প্রতিষ্ঠিত মঠবাড়িয়া সরকারী কলেজটি ১৯৮৪ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। ওই বছর কলেজ ক্যাম্পাসে তিনতলা একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। নির্মাণের ৩১ বছরে কোন সংস্কার করা হয়নি। গত একযুগ ধরে একাডেমিক ভবনটি মারাত্মক জ্বরাজীর্ণ হয়ে পড়ে । সেই থেকে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দেড় সহস্রাধিক ছাত্র-ছাত্রীর নিয়মিত পাঠদান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...