ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন

মঠবাড়িয়ায় বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন

মঠবাড়িয়া প্রতিনিধি >
বাংলা সাহিত্যের অহংকার ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ইতিহাস চেতনা বিকাশ কেন্দ্রের আয়োজনে মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে আজ রবিবার নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
এ উপলক্ষে কবিতা আবৃত্তি, নৃ্ত্য, নাটক, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ আজিম-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ইতিহাস চেতনা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইকতিয়ার হোসেন পান্না, ইতিহাস চেতনা বিকাশ কেন্দ্রের পরিচালক ও ইতিহাস বিভাগের প্রভাষক জুলহাস শাহীন, বাংলা বিভাগের প্রভাষক কবিতা মোদক, ইংরেজী বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার মিত্র প্রমূখ।
বক্তারা রবীন্দ্র নাথ ঠাকুরের সাহিত্য সাধনা ও তার জীবনীর উপর স্মৃতি চারণ মূলক আলোচনা করেন। এসময় কলেজের সকল বিভাগের অধ্যাপক, কর্মকচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন, সংগীত শিক্ষক জুরান কৃষ্ণ পাইক, শিক্ষার্থী আন্না কর্মকার, বনানী মিত্র, অন্তরা কর্মকার , লোপা মিত্র, সেতু হালদার, বৃষ্টি হালদার, ইভা, ইলা প্রমূখ।
শেষে লোপা মিত্র ও তার দলের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সুভা পরিবেশন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...