ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পাথরঘাটায় কলেজ জাতীয়করণের দাবিতে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

পাথরঘাটায় কলেজ জাতীয়করণের দাবিতে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

পাথরঘাটা প্রতিনিধি >
বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টার দিকে ৩৫/৪০ জন শিক্ষককে অধ্যক্ষের কক্ষে প্রায় ৫ ঘন্টা তালাবদ্ধ করে রাখে তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অভ্যন্তরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, কলেজটি জাতীয়করণের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। আজ বুধবার সকাল ১০টায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে অধ্যক্ষের কক্ষে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে অধ্যক্ষসহ ৩৫/৪০ জন শিক্ষক প্রায় ৫ ঘন্টা তালাবদ্ধ অবস্থায় আটকা পড়েন। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এর পরে বেলা ১২টার দিকে তালা ভেঙ্গে অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে পুলিশ। একই সঙ্গে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে তার বড় ভাই রফিকুল ইসলাম কাকন কলেজের মূল ফটক দিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মোটরসাইকেলটি ভাঙচুর করে।

অবরুদ্ধের বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজটি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে। বুধবার হঠাৎ করেই তার কক্ষে বাইরে থেকে তালা ঝুলানো হয়েছে। এ সময় তিনি পুলিশের সহযোগিতা দাবি করলে ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে ৩ ঘণ্টা পরে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই তিনি পুলিশ নিয়ে কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...