ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ঝড়ের কবলে নিহত জেলে পরিবারে আর্থিক অনুদান

পিরোজপুরে ঝড়ের কবলে নিহত জেলে পরিবারে আর্থিক অনুদান

পিরোজপুর প্রতিনিধি > ‘জল আছে যেখানে, মাছ আছে সেখানে’ এ প্রতিপাদ্য নিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। এ উপলক্ষ্য পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম সরদার। গত বছর ১৯ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের (নিবন্ধনকৃত) নিহত ৭জন জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অনুদান হিসাবে প্রাপ্ত চেক বিতরন করেন, প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. ঈদতাজুল ইসলাম। পরিবার প্রতি ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়।
এছাড়া মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য তিন জনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এর হলেন, পুর্ব জুজ খোলার মো. রফিকুল ইসলাম, তেজদাস কাঠীর মো. আব্দুল গোফরান ও জুজখোলার জাকারিয়া পলাশ। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল নদী তীরবর্তী জেলে পল্লীতে সচেতনতামুলক সভা, নদীতে অবৈধ কারেন্ট জাল আটক ও মাছ উৎপাদন বিষয়ক সেমিনার। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রানী বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আলীম। বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসকাব সভাপতি মাহমুদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, মৎস্যজীবী সমিতির সভাপতি আ. জলিল হাওলাদার, নরোত্তম দাস, চাষী মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...