ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে মসজিদের ইমামকে হত্যার হুমকি নিরাপত্তা জোরদার

কাউখালীতে মসজিদের ইমামকে হত্যার হুমকি নিরাপত্তা জোরদার

কাউখালী প্রতিনিধি > পিরোজপুরের কাউখালী শহরের দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে শুক্রবার আইএসের নামে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে । মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক জানান, গতকাল মসজিদের দোতালার দরজা খুললে মসজিদের মোয়াজ্জেম ইমামের নামে একটি চিঠি দেখতে পান।
চিঠিতেযাতে লেখা রয়েছে “তোমরা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরিয়ত শুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে। খুব শীঘ্রই”- আইএস বরিশাল রেঞ্জ, কাউখালী শাখা।
হুমকির কারণ হিসেবে ওমর ফারুক সাংবাদিকদের জানান. সম্প্রতি বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি কোরআন হাদিসের আলোকে আইএস, আহলে হাদিসসহ বিভিন্ন জঙ্গিবিরোধী কঠোর বক্তব্য প্রদান করেন। তিনি নিরস্ত্র ও নিরীহ মানুষকে যারা হত্যা করে তাদেরকে হত্যা করার বিধান কোরআনে রয়েছে। আইএস কোনো ইসলামিক দল হতে পারে না। এই জাতীয় বক্তব্যের কারণেই এই হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...