ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কলেজ জাতীয়করণ দাবিতে পাথরঘাটায় আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

কলেজ জাতীয়করণ দাবিতে পাথরঘাটায় আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

পাথরঘাটা প্রতিনিধি > বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণ দাবিতে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ‌এবং অভিভাবকরা।

গত ১০ জুলাই শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে এ হরতালের আহ্বান করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে এ তথ্য জানানো হয়।

উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা অনুযায়ী উপজেলা সদরের পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য আন্দোলন শুরু করে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। গত ১০ জুলাই শুরু হওয়া আন্দোলনে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ এবং গণসংযোগ করে আন্দোলনকারীরা। ইতিমধ্যে গঠিত হয়েছে ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ ও শিক্ষকদের নিয়ে একটি কমিটি।

বুধবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ ও শিক্ষকরা জানান, সরকারের জাতীয়করণ নীতিমালা অনুযায়ী উপজেলা সদরে অবস্থান, সহশিক্ষা, খেলারমাঠ, পর্যাপ্ত অবকাঠামো, পরীক্ষায় ভালো ফল, শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় যোগ্য হলেও সরকার পাথরঘাটা কলেজটি বাদ দিয়ে অন্য একটি মহিলা কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়।

ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ জানান, যে কলেজটি জাতীয়করণ হয়েছে তার মোট শিক্ষাথীর দ্বিগুণ শিক্ষার্থী রয়েছে পাথরঘাটা ডিগ্রি কলেজে। সকল শর্ত পূরণের পরও অজ্ঞাত কারণে উপজেলার প্রাচীন পাথরঘাটা ডিগ্রি কলেজটিকে জাতীয়করণ করা হয়নি। মতবিনিময় সভায় বক্তব্য দেন পাথরঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক মো. খলিলুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, জায়েদুর রহমান ও আহসান হাবিব, ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের মূখপাত্র রুহি আনান দানিয়েল, সচিব মো. এনামুল হোসেন বেলাল প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সহসভাপতি মো. জাকির হোসেন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সম্পাদক আমিন সোহেল প্রমুখ। ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং হরতালের পর আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...