ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পাঁচ দফা দাবিতে ভান্ডারিয়ায় জেলেদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে ভান্ডারিয়ায় জেলেদের মানববন্ধন

ভাণ্ডারিয়া প্রতিনিধি >পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলেদের পাঁচদফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক জেলে অংশ নেন।
শেষে সমাবেশে বক্তব্য দেন, মৎস্যজীবি মাওলানা হেলাল ফরাজী, জেলে নেতা আবুল খয়ের খাঁন, মতিন মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা মা ইলিশ ও জাটকা রক্ষায় ২০০৯-১০ অর্থবছরের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্রের বাস্তবায়ন, জলদস্যুদেও কবল হতে জেলেদেও জীবন রক্ষা, জলোচ্ছাসসহ বিভিন্ন কারনে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে পূর্নবাসন, জেলে প্রতিনিধির স্বাক্ষর ছাড়া জেলেদের তালিকা মাস্টাররোল না করা সহ ৫ দফা দাবি জানান। সময় বক্তারা ২৯ জুলাইর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...