ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালী শহরের অভ্যন্তরীণ সড়কের দৈন্য দশা

কাউখালী শহরের অভ্যন্তরীণ সড়কের দৈন্য দশা

কাউখালী প্রতিনিধি > পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের অভ্যন্তরীন সড়কগুলো বেহাল অবস্থা বিরাজ করছে। চলতি বর্ষা মৌসুমে শহরের সড়কগুলোতে পায়ে চলাই এখন দায়। চলতি বর্ষা মৌসুমে সড়কে খানাখন্দ আর জলাবদ্ধতায় এলাকাবাসি চরম দুর্ভোগে চলাচল করছে।
স্থানীয়রা জানান,শহরের অধিকাংশ সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসমে এসব গর্তে পানি আটকে মানুসের নির্বঘœ চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। নি¤œমানের কাজ হওয়ায় ১/২ বছরের মধ্যেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। অভ্যন্তরানী সড়কগুলোতে শুধুমাত্র রিক্সা চলাচল করার কথা থাকলেও প্রায়ই ভারী যানবহন চলাচলের কারণে
দেবে ও পিচ পাথর উঠে খানাখন্দেও সৃষ্টি হয়েছে। শহরের অভ্যন্তরীণ সড়কগুলো অপ্রশস্ত হওয়ায় দুইটি রিক্সা অতিবাহিত করলে পথচারীরা চলাচল তো দূরের কথা দাঁড়াবার জায়গাও থাকেন। অপরদিকে অভ্যন্তরীন সড়কের দুইপাশে বসতী দোকানগুলো যে যার ইচ্ছা মত দোকানঘর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছে। এবং রাস্তার দুইপাশে দোকানগুলোর সামনে স্ট্যান্ড সাইবোর্ড দিয়ে চলাচলে বাঁধা সৃষ্টি করছে। ব্যবসায়ীরা বিভিন্ন সময় রাস্তার উপর মালামাল লোড আনলোড করার ফলেও সাধারণ চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অভ্যন্তরীন সড়কগুলোর মধ্যে কাউখালী টেম্পু ষ্ট্যান্ড থেকে কৃষি ব্যাংক সড়ক, লঞ্চঘাট হতে উপজেলা সড়ক, আশ্রম হতে সরকারী বালিকা বিদ্যালয় সড়ক, উত্তর বাজার থেকে কচুয়াকাঠী বেইলি ব্রিজ পর্যন্ত সড়ক, পুরাতন কাঠ পট্টি থেকে সরকারী বালিকা বিদ্যালয় সড়কের চরম বেহাল দশা বিরাজ করছে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি মো. আবদুল লতিফ জানান, কাউখালী শহরের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরীন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার নেই। ফলে বেহাল দশা বিরাজ করছে। সড়কগুলো খারাপ থাকায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা। চলতি বর্ষা মৌসুমে বেহাল পাকা সড়কগুলো জলে কাঁদায় পরিপূর্ণ থাকায় জনসাধারণ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মো. মোসলেম আলী সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, আশা করছি আগামী অর্থবছরে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করা সম্ভব হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...