ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ২০ রমজানের পর লঞ্চের অগ্রিম কেবিন বুকিং

২০ রমজানের পর লঞ্চের অগ্রিম কেবিন বুকিং

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক > ঈদযাত্রায় বাড়ি ফিরতে লঞ্চের অগ্রিম কেবিন বুকিং শুর হবে ২০ রমজানের পর । লঞ্চ কর্তৃপক্ষ বরাবরের মতো এবারও লঞ্চের ডেকের যাত্রীদের জন্য অগ্রিম টিকিটের কোনো ব্যবস্থা করবে না। শুধু কেবিনের যাত্রীদের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. মাহফুজ বলেন, দেশের ৪১টি নৌ-পথে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যায়। এ সকল রুটে বর্তমানে প্রায় ১৮০টি লঞ্চ চলাচল করে। ঈদ উপলক্ষে আরও নয়টি নতুন লঞ্চ আসবে। নতুন লঞ্চগুলো ফিটনেস, টাইম ও রুট পারমিট পেলেই ঈদযাত্রায় যুক্ত হবে বলেও জানান তিনি।

নতুন নয়টি লঞ্চের মধ্যে অত্যাধুনিক চারটি লঞ্চ ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী এবং ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করবে। ঢাকা-বরিশাল রুটে চলবে সুন্দরবন-১০ ও পারাবত-১২, ঢাকা-পটুয়াখালী রুটে চলবে এ আর খান এবং ঢাকা-চাঁদপুর রুটে চলবে বোগদাদিয়া-৭। ঈদ উপলক্ষে এস এম গ্রুপ অন্য পাঁচটি লঞ্চ দেশের বিভিন্ন নৌ-রুটে চলাচলের জন্য আনবে বলে জানিয়েছেন নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদিন।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার হিসাবরক্ষক মো. হান্নান খান জানান, ঈদ উপলক্ষে ১০ থেকে ১২টি নতুন লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যাবে। ঢাকা-বরিশাল রুটের প্রায় প্রতিটি লঞ্চে ১৫০ থেকে ১৮০টি কেবিন রয়েছে। এছাড়া অন্য সকল রুটের লঞ্চে ৮০ থেকে ১২০টি কেবিন থাকে।

বর্তমানে ঢাকা-বরিশাল রুটের লঞ্চে ডেকের ভাড়া ১৫০ টাকা। আর কেবিন ডাবল (এসি) ১ হাজার ৮শ’ টাকা, ডাবল কেবিন(ননএসি) ১ হাজার ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন (এসি) ১ হাজার টাকা এবং সিঙ্গেল কেবিনের (ননএসি) ভাড়া ৮৫০ টাকা। এছাড়া ঢাকা-হুলারহাট রুটে ডেকের ভাড়া ২৫০ টাকা। ডাবল কেবিন ১ হাজার ৮০০ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার টাকা। তবে ঈদ উপলক্ষে বর্তমান ভাড়াতেই টিকেট পাবেন যাত্রীরা- এমন কথা জানান বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. মাহফুজ।
সূত্র > কালের কণ্ঠ অনলাইন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...