ব্রেকিং নিউজ
Home - জাতীয় - গুদিঘাটা বেইলী সেতু ধসের দুর্ঘটনায় সওজের মামলা

গুদিঘাটা বেইলী সেতু ধসের দুর্ঘটনায় সওজের মামলা

বিশেষ প্রতিনিধি > পাথরঘাটা-মঠবাড়িয়া-চরখালী সড়কের মঠবাড়িয়া অংশের গুদিঘাটা বেইলী সেতু পাথর বোঝাই দুই ট্রাকসহ ধসে একজন নিহত হওয়ার ঘটনায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ(সওজ) একটি মামলা দায়ের করেছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী আবদুস সোবাহান হাওলাদার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। এ সেতু ধসের দুর্ঘটনায় পরিবহনের দুই ট্রাকে অতিরিক্ত পাথার বহনের কারণ দেখিয়ে দুর্ঘটনা কবলিত পলাতক দুই ট্রাক চালক , হেলপার ও পাথর বিক্রেতাকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞতনামা আরও ৫/৬ জনকে আসামী করা হয়েছে। এদিকে বুধবার ভোরে পাথর বোঝাই দুই ট্রাকসহ সেতু ধসের দুর্ঘটনার পর ট্রাকের দুই চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকে আটকা পড়ে আসাদুল ইসলামনামে ট্রাকের এক হেলপার নিহত হয়।
থানা সূত্রে জানাগেছে, এদিকে নিহত হেলপার আসাদুল ইসলামের (২৫) লাশ পিরোজপুর জেলা মর্গে ময়না তদন্ত শেষে আজ ( ১৬ জুন) বৃহস্পতিবার সকালে নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলামের কাছে লাশ মঠবাড়িয়া থানা পুলিশ হস্তান্তর করেছে। পরে নিহতর স্বজনরা হেলপার আসাদুলের লাশ সাতক্ষীরার বাগান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনের ুএদ্দশ্যে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সওজ কতৃপক্ষ দুঘর্টনায় কবলিত ট্রাক দুটি আজ বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ফলে এ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দক্ষিণ অঞ্চলের প্রবেশ দ্বার পাথরঘাটা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের গুরুত্বপূর্ণ এ বেইলী সেতুটি ধসের কারনে দু’দিন ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে এ সড়কে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে সরাসরি ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনা-বরিশালসহ দূরপাল্লার ১২টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
অপর দিকে এ সড়কের বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র হতে দেশের দুর দুরান্তে মৎস্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
উপকূলীয় অঞ্চলের চলাচলকারী যাত্রী সাধারণ আসন্ন ঈদের আগেই বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...