ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার গুদিঘাটা বেইলী সেতু ধসে পাথর বোঝাই দুই ট্রাক খালে, হেলপার নিহত

মঠবাড়িয়ার গুদিঘাটা বেইলী সেতু ধসে পাথর বোঝাই দুই ট্রাক খালে, হেলপার নিহত

পিরোজপুর ও মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ার গুদিঘাটা ৩৫ মিটার একটি বেইলী সেতু ধসে পাথর বোঝাই দুইটি ট্রাক খালে পড়ে গেলে মো. আসাদুল ইসলাম( ২৫) নামে ট্রাকের এক হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আরও তিন শ্রমিক আহত হয়। আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মঠবাড়িয়া অংশে গুদিঘাটা নামক স্থানে এ সেতু ধসের ঘটনা ঘটে। সেতু ধসের ফলে মঠবাড়িয়া-ঢাকা, মঠবাড়িয়া-বরিশাল.মঠবাড়িয়া-পিরোজপুর ও মঠবাড়িয়া খুলনাসহ ১৫ রুটের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। নিহত হেলপার আসাদুলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর এলাকায় বলে জানাগেছে । তবে তার পুরো পরিচয় এখনও মেলেনি ।
স্থানীয়দের সূত্রে জানাগেছে,ঢাকা-মেট্রো-ট -১৭৪৯ ও যশোর-ট-১১২৭৬৮ নম্বর দুইটি ট্রাক সড়ক নির্মাণের পাথর বোঝাই করে মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে সাতক্ষিরার ভোমরা এলাকা থেকে মঠবাড়িয়া উদ্দেশ্যে আসছিল । আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে পাথর বোঝাই ট্রাক দুটি এক সাথে মঠবাড়িয়ার গুদিঘাটা বেইলী সেতু পাড় হচ্ছিল। এসময় পুরানো বেইলী সেতুটির মাঝাখান থেকে ভেঙে দুই ট্রাকসহ খালে পড়ে যায়। এসময় ট্রাকের হেলপার ট্রাকে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তবে ট্রাক দুইটির চালকসহ অন্য শ্রমিকরা আহত অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া,বরিশাল ও পিরোজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। এসময় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী নবী উদ্দিন হাইড্রোলিক কার্টার দিয়ে ট্রাকটি কেটে নিহত হেলপার আসাদুলকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিনের সিনিয়র ষ্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, বেইলী সেতুটি অত্যন্ত নাজুক ছিল। এমন অবস্থায় অতিরিক্ত পাথর বোঝাই দুইটি ট্রাক এক সাথে সেতুটি পাড় হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান উদ্ধার কাজে হাইড্রোলিক কার্টারসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই দুটি ট্রাক বেইলি ব্রীজে উঠলে ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক দুটির চালক বের হতে পারলেও গাড়ীর হেলপার আসাদুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান। নিহত আসাদুলের বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়।

এ ব্যাপরে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, ব্রীজটির ধারন ক্ষমতা ৫ টন হলেও পাথর বোঝাই দুটি ট্রাক প্রায় ২৫ টন হওয়ায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য এই ব্রীজটি দুই মাস পূর্বে প্রায় পনেরো দিন যোগাযোগ বন্ধ রেখে সংস্কারকাজ করা হয়েছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...