ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বঙ্গোপসাগরে জেলে অপহরণকালে ট্রলারডুবি, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে জেলে অপহরণকালে ট্রলারডুবি, নিখোঁজ ৫

পাথরঘাটা প্রতিনিধি > বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেবহরে ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। অপহরণ করে সুন্দরবনে নিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবে যাওয়ায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক মো. ফোরকান মিয়া জানান, সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় এফবি মায়ের দোয়া ১ ও এফবি মায়ের দোয়া ২ ট্রলারসহ চার ট্রলারে ডাকাতি করে ছয় মাঝিকে অপহরণ করে জলদস্যু বাহিনী। অপহরণের পর জলদস্যুদের ব্যবহৃত ছোট ট্রলারে করে জেলেদের সুন্দরবনের গহীনে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অপহৃত চার জেলে ও এক জলদস্যু নিখোঁজ হন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

অপহৃত চার জেলের মধ্যে মন্টু ও দেলোয়ারের নাম জানা গেছে। ট্রলার মালিক ফোরকান মিয়ার বাড়ি বরগুনা সদর উপজেলায়।

বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা তাৎক্ষণিক কোস্টগার্ড পশ্চিম জোন ও দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনে জানানো হয়েছে। কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার মো. হাসান সাংবাদিকদের বলেন, “খবর শোনা মাত্রই উদ্ধারের জন্য ফোর্স পাঠানো হয়েছে।”

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...