ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে দুর্ণীতি প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে দুর্ণীতি প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেছেন, একজন মানুষ দেশ ও সমাজের জন্য কিছু করতে পারবে কিনা তার শিক্ষা শিশুকাল থেকেই নিতে হয়। এবং এই সততার শিক্ষা সে বাবা,মা, পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গ্রহন করবে। তিনি বলেন, দুর্ণীতি দমনে সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ হলো শিশুদেরকে অন্তরের মমতা দিয়ে গড়ে তুলতে হবে। তাদেরকে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের সম্মান করত হবে। এ প্রসংগে তিনি বলেন বড়দের এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ গুলোকে আবার ফিরিয়ে আনতে হবে।
তিনি শনিবার সকালে দুর্ণীতি দমন কমিশন, বরিশাল ও পিরোজপুর জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দিনব্যাপি দুর্ণীতি প্রতিরোধ মূলক কর্মশালায় এ কথা বলেন। এ সময় তিনি ১/১১র সময়ের কথা উল্লেখ করে বলেন, যে সব মানুষকে আমরা শ্রদ্ধার সাথে সব সময় অনুসরন করতাম, তাদের ভিতরের চেহারা দেখে আমরা অবাক হয়ে গেছি। এ প্রসংগে তিনি জোড় দিয়ে বলেন, সমাজ থেকে দুর্ণীতির মুল উৎপাটন করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির ‘সততা সংঘ’ এর কমিটি গঠন করতে হবে।
জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সেখ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক আক্তার হোসাইন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিমসদস্য এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম,।
সততা সংঘের গঠনতন্ত্র ২০১৫ অবহিতকরণ শীর্ষক এ দুর্নীতি প্রতিরোধ মূলক কর্মশালায় পিরোজপুর জেলা ও ছয়টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন। শুরুতে দুর্নীতি বিরোধী ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক কার্টুন ও চিত্রাংকন প্রতিযোগিতার শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে কর্মশালায় ওয়ার্কিং সেশন ও মুক্ত আলোচনায় অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার নব নির্বাচিত সাংসদ এর সাথে প্রশাসনিক কর্মকর্তাদের পরিচিতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের সাথে উপজেলা ...