ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড় ও জলোচ্ছাসের আতংকে বলেশ্বর নদ তীরের মানুষ > মোকাবেলায় প্রস্তুতি

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড় ও জলোচ্ছাসের আতংকে বলেশ্বর নদ তীরের মানুষ > মোকাবেলায় প্রস্তুতি

মঠবাড়িয়া প্রতিনিধি > ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে গত দুই দিন ধরে উপকূলীয় পিরোজপুরের মঠবাড়িয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বষ্র্নে উপজেলার বলেশ্বর নদ তীরবত্র্ী নি¤œ এলাকায় ২/৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরের চারটি ইউনিয়নের মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের আশংকায় আতংকিত হয়ে পড়েছেন। টানা বর্ষনে আজ শুক্রবার নি¤œ আয়ের মানুষজন ঘরবন্দী হয়ে পড়ায় কাজে বের হতে পারেননি।
বলেশ্বর নদ উত্তাল থাকায় জেলেরা নদীতে জাল ফেলতে না পেরে বাড়িতে অলস সময় পার করছে।স্বাভাবিকতার চেয়ে ২/৩ ফুট পানি বৃদ্বি পাওয়ায় খেতাচিড়া,ভাইজোড়া, কচুবাড়িয়া, নিজামিয়া, ভোলমারা, উলুবাড়িয়া, মাছুয়া,মধ তুষখালী, জানখালী, তুষখালীর এলাকার জেলে পল্লিতে আতংক বিরাজ করছে।
মাঝের চর ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ওয়ারলেস অপারেটর আব্দুল হালিম জানান, মাঝের চরের ২০০ টি পরিবার ঘূর্ণিঝর সিডরের মত নতুন ঝড়ের আশংকায় আতংকিত। তবে দুর্যোগের যে কোন সময় আশ্রয় কেন্দ্রে চরবাসিদের সরিয়ে আনার প্রস্ততি নেওয়া হয়েছে।

মঠবাড়িয়ার রেডক্রিসেন্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সহকারী পরিচালক আবদুল লতিফ জানান, স্বেচ্ছাসেবকদের দুর্যোগ পূর্ব-কালীন-পরবর্তী যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে । ১১ ইউনিয়নে দূর্যোগ মোকাবেলায় ৮৫টি ইউনিটে ১২৭৫জন স্বেচ্ছাসেবক, ১৭ সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে।
এদিকে আজ শুক্রবার বিকেলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।
বৈঠকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ধেয়ে আসার খবরে মঠবাড়িয়ায় দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণসহ উপজেলায় ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফায়ার ব্রিগেড, বিদ্যুত্ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, আনসার ও ভিডিপিসহ জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্ধারকারী যান, জরুরি খাদ্য ও ওষুধ মজুদ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...