ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় শ্যামা মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা একজন গ্রেফতার

ভাণ্ডারিয়ায় শ্যামা মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা একজন গ্রেফতার

ভাণ্ডারিয়া প্রতিনিধি > পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের রায় পরিবারের পারিবারিক শ্যামা মন্দিরে প্রতীমায় আগুন দিয়ে দূর্বৃত্তরা। আগুনে মন্দিরে রক্ষিত প্রতীমার গায়ের কাপড় ও পূজারসামগ্রীসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা পেট্রল ঢেলে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের নজরুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

থানা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, দৈনিক ইত্তেফাক পত্রিকার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়ের গ্রামের বাড়ি ভাণ্ডারিয়ার লক্ষ্মীপুরা গ্রামের রায় বাড়ির শতবছরেরও পুরানো শ্রী শ্রী শ্যামা মন্দিরে রক্ষিত প্রতিমার গায়ে শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মন্দির এর ভেতর আগুন জ্বলতে দেখে লোকজন দ্রুত পানি দিয়ে নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে আগুনে প্রতীমাসহ কিছু পূজার সামগ্রী পুড়ে যায়।

মন্দিরে আগুন লাগানোর খবর পেয়ে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আ.লীগ সভাপতি খসরু জোমাদ্দার ও জাতীয় পার্টির উপজেলা সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক স্থানীয় সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু থানার ওসিকে নির্দেশ দেন।

আজ রবিবার দীপক চন্দ্র রায়ের ছোট ভাই বাদল রায় অজ্ঞাত নামা আসামীদের নামে ভা-ারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার মনিন্দরে আগুন লাগানোর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই বাড়ির বাদল রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নজরুল ইসলাম নামের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...