ব্রেকিং নিউজ
Home - জাতীয় - জিয়ানগরে মুসলিম শাসনামলের ধাতব মুদ্রা উদ্ধার

জিয়ানগরে মুসলিম শাসনামলের ধাতব মুদ্রা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরের জিয়ানগরে উপজেলার একটি পুরাতন বাড়ীর মাটি খননকালে মুসলিম শাসনামলের ৬টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলো খনন শ্রমিক ও বিভিন্ন ব্যাক্তিদের মধ্যে ভাগবাটোয়ারার খবর পেয়ে থানা পুলিশ সে গুলো উদ্ধার করেছে। মুদ্রাগুলো দস্তা ও রুপা মিশ্রিত। এর উভয় পিঠের লেখা দেখে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান ধারনা করা হচ্ছে এ গুলো ফরাসি হরফে লেখা ।
জানা গেছে, মঙ্গলবার বিকালে জিয়ানগরের সাঈদখালী গ্রামের এ্যাডভোকেট হুমায়ুন খানের পৈত্রিক পুরাতন ঘর ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য শ্রমিকরা মাটি খনন করছিল। এ সময় শ্রমিক সবুজ জানায়, খননকালে তারা ঢাকনাযুক্ত একটি মাটির পাত্র দেখতে পায়। তখন অন্য শ্রমিক রমিজ উদ্দিন পাত্রটি খুলে তার ভিতর থেকে রৌপ্য মুদ্রা জাতীয় ৬/৭টি মুদ্রা বের করেন। এরপর তিনি আর মুদ্রা বের না করে পাত্রটি নিয়ে দৌড়ে বাড়ী চলে যান। সবুজের দাবী ঐ পাত্রে আরো মুদ্রা ছিল। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিকালে জিয়ানগর থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম শ্রমিক রমিজের বাড়ী থেকে ৫টি মুদ্রা উদ্ধার করে। পরে রমিজের কাছ থেকে নেওয়া আরো ১টি মুদ্রা জিয়ানগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিকালে থানায় জমা দেন।
খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নিজামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, মুদ্রাগুলো আদালতের মাধ্যমে খুলনা প্রত্নতত্ব অধিদপ্তরে পাঠানো হবে। ওই জমি থেকে আরো মুদ্রা উদ্ধারের আশায় প্রশাসনের উপস্থিতি ছাড়া খনন কাজ স্থগিত রাখার জন্য জমির মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...