ব্রেকিং নিউজ
Home - জাতীয় - নিহত কারারক্ষী রুস্তুম আলীর লাশ মঠবাড়িয়ার চড়কগাছিয়ায় মায়ের কবরের পাশে দ্বিতীয় দফায় দাফন

নিহত কারারক্ষী রুস্তুম আলীর লাশ মঠবাড়িয়ার চড়কগাছিয়ায় মায়ের কবরের পাশে দ্বিতীয় দফায় দাফন

বিশেষ প্রতিনিধি > দুর্বৃত্তের গুলিতে নিহত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবসরকালীন ছুটিতে থাকা সাবেক প্রধান কারারক্ষী রুস্তম আলীর লাশ তিন দিন পরে পিরোজপুরের মঠবাড়িয়ার চড়কগাছিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির পারিবারিক কবরস্থানে আজ শুক্রবার সকালে দ্বিতীয় দফায় দাফন করা হয়েছে। নিজ জন্মস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কোনাবাড়ী দেওলিয়াবাড়ীর কবরস্থান হতে দাফনের তিন দিন পর পরিবারের স্বজনরা তার লাশ উত্তোলন করে নিজ জন্মস্থান মঠবাড়িয়ার চড়কগাছিয়া গ্রামে নিয়ে আসে।
এসময় নিহতের স্ত্রী নাসরিন বেগম, একমাত্র মেয়ে নাহিদা আক্তার রুম্পা, মেয়ের জামাই সোহেল রানা ও নিহত রুস্তুমের অপর দুই সহোদর কারারক্ষী জামাল হোসেন, ব্যাবসায়ী ভাই শাহ্ আলমসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। এসময় দ্বিতীয় দফায় দাফন নির্বিঘœ করতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।
এদিকে গ্রামের বাড়ি রুস্তুমের লাশ ফিরে আসার খবরে শত শত শোকার্ত গ্রামবাসি বাড়িতে উপস্থিত হন। এসময় শোকার্ত স্বজনের কান্নায় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়।
নিহত রুস্তুমের ভাই ও বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী মো. জামাল হোসেন জানান, পরিবারিক ও এলাকাবাসীর দাবি অনুযায়ী নিহতের স্ত্রী নাসরিন বেগম কবর থেকে স্বামীর লাশ উত্তোলন করে মঠবাড়িয়ায় দাফনের জন্য গাজীপুর জেলা প্রসাশকের বরাবরে আবেদন করেন। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ উত্তোলন করে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ায় রওয়ানা দেন পরিবারেরস্বজনরা। আজ শুক্রবার ভোর পাঁচটায় রুস্তুমের লাশ বাড়িতে পৌঁছে। সকাল আটটার দিকে তাকে তাঁর মা সাফিয়া বেগমের কবরের পাশে দোয়া ও মুনাজাত শেষে দাফন করা হয়।
সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ জানান, আজ সকাল সাড়ে পাঁচটায় রুস্তুম আলীর লাশ চড়কগাছিয়া গ্রামে নিয়ে আসা হয় এবং আটটার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২৫-০৪-১৬) সকাল সোয়া ১১টায় গাজীপুরের কাশিপুরের কেন্দ্রীয় কারাগারের সামনে প্রকাশ্যে গুলি করে সাবেক প্রধান কারারক্ষী রুস্তুম আলীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
প্রতিবেদনের ছবি তুলেছেন . মো. জামান আবীর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...