ব্রেকিং নিউজ
Home - জাতীয় - জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি > বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের আজ মঙ্গলবার ১৯তম মৃত্যুবাার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকাস্থ মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ১০টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত করেন প্রয়াতর পরিবারের সদস্যরা। বাদ আছর ধানমন্ডির নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে । এ ছাড়া মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের উদ্যোগে মঠবাড়িয়ার গুলিসাখালীতে মিলাদ,দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।
উল্লেখ্য মহিউদ্দিন আহম্মেদ ১৯২৫ সালের ১৫ই জানুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালীর সম্ভ্রান্ত মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রাক্তন এমএলসি (১৯২০-১৯২৬) মরহুম মৌলভী আজাহার উদ্দিন মিয়া, মা মরহুম মোসাম্মৎ নুরুন্নাহার বেগম।
জাতীয় নেতা মহিউদ্দিন নিজ এলাকায় পান্না মিয়া নামে পরিচিত এই নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।
তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনসহ ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন।
মহিউদ্দিন আহম্মেদ জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর ছিলেন। তিনি ভাষা আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭৫ এর ১৫ই আগস্টের পর আওয়ামী লীগের দুঃসময়ে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি বাকশালের চেয়ারম্যান মনোনীত হন। পরিবর্তিত পরিস্থিতিতে বাকশাল বিলুপ্ত করে আবার আওয়ামী লীগের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
১৯৯৭ সালের ১২ই এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...