ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে তামাক পণ্যে উচ্চ হারে করারোপের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে তামাক পণ্যে উচ্চ হারে করারোপের দাবিতে মানববন্ধন

পিরোজপুর সংবাদদাতা > আসন্ন ২০১৬-১৭ বাজেটে সকল তামাক পণ্যের উপর উচ্চহারে করারোপের দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে তামাক বিরোধী সংগঠন তাবিনাজ । মঙ্গলবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পন্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক জাত পণ্য থেকে সরকার যে পরিমান রাজস্ব পায় তামাক ব্যবহারের কারনে অসুস্থ রোগীর চিকিৎসায় সরকারকে স্বাস্থ্যখাতে তার দ্বিগুন ব্যয় করতে হয়। এ কারনে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। বক্তারা বলেন, বাংলাদেশে ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন যার মধ্যে ২৩% ধুমপানের মাধ্যমে ব্যবহার করেন এবং বাকি ২৭% ধোঁয়া বিহীন তামাক ব্যবহার করেন। কিশোর কিশোরীরা শখের বশে যে পরিমান তামাক পন্য ব্যবহার করে যা অতন্ত উদ্বেগজনক। তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর ১ লক্ষ মানুষ অকাল মৃত্যু বরন করে। তারা বলেন, তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও খুচরা তামাক পণ্যের দাম বাড়ালে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি একই সাথে স্বাস্থ্য খাতে খরচও হ্রাস পাবে। বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, মুক্তিযোদ্ধা শহীদুল আলম মন্টু, পিপলস ডেভেলপমেন্ট (পিডিএফ) এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, (পিডিএফ) আহবায়ক জুলেখা ইসলাম, আলোর দিশারী মহিলা সংস্থার সভাপতি নূরজাহান বেগম।মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...