ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই

আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই

মোঃ রাসেল সবুজ>

আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন পিছিয়ে আগামী ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এই সম্মেলন পেছানো হয়।রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ ঠিক হয়।বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্ধারিত সময়ে সম্মেলন করার চিন্তা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সম্মেলন পেছানো হয়েছে।এর আগে ক্ষমতাসীন এই দলটির ত্রিবার্ষিক সম্মেলন চলতি মাসের ২৮ তারিখ হওয়ার কথা ছিল।

ছয় বছর পর বিএনপি কেন্দ্রীয় কাউন্সিল করার পরদিনই আওয়ামী লীগের সম্মেলন পেছানোর কথা জানানো হল।

কাউন্সিল পেছানোর জন্য সারাদেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কারণ দেখিয়ে শেখ হাসিনা বলেন “আমাদের পার্টির যে ডেলিগেট ও কাউন্সিলররা আসে, তা তৃণমূল থেকে আসে। আমরা নির্বাচনকে গুরুত্ব দিই।নির্বাচনকে আমরা গুরুত্ব দিই বলেই আমরা নির্বাচন চলাকালীন তারা আসতে পারবে না।”
“সম্মেলনই একটা সময়, যখন সকলে মিলে আসে। তাই সেই সুযোগটা তাদের দিতে হবে।তাই তারিখটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে।”

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে ডিসেম্বরে।সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ ফুরোলেও কাউন্সিল করতে তিন মাস সময় নেয় দলটি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...