ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আজ রবিবার মধ্যরাতের পর প্রচার বন্ধ

আজ রবিবার মধ্যরাতের পর প্রচার বন্ধ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার(২২ মার্চ) দেশ জুড়ে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে লক্ষ্যে আজ রবিবার মধ্যরাতের পর প্রকাশ্যে নির্বাচনী প্রচার বন্ধ হচ্ছে । নির্বাচনী আইন অনুসারে ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং এর পরের ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান ও তাতে যোগ দেওয়া যাবে না। এ সময় কোনো মিছিল, শোভাযাত্রা করা বা তাতে যোগ দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত করাদণ্ড হতে পারে।

আগামীকাল রবিবার থেকে নির্বাচন সংক্রান্ত অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য সংশ্লিষ্ট প্রতিটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা । এছাড়া আগামী মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। আর বেবিট্যাক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ হবে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।

উল্লেখ্য ২২ মার্চ প্রথম ধাপে ৩৬ জেলার ১০১টি উপজেলার ৭২১টি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে সংশিলষ্ট এলাকায়। প্রথম ধাপের নির্বাচনের জন্য ৩৬ জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী পৌঁছে গেছে। ভোটের আগের দিন জেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...