ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বরিশালে নৌকা ঠেকাতে নিজের কবর খুঁড়লেন বিদ্রোহী প্রার্থী

বরিশালে নৌকা ঠেকাতে নিজের কবর খুঁড়লেন বিদ্রোহী প্রার্থী

মোঃ রাসেল সবুজ

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় ঠেকাতে কাফনের কাপড় পরে নিজের কবর নিজেই খুঁড়লেন বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। শুক্রবার সকালে দু-তিনজন সমর্থক নিয়ে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচরের রেইন্ট্রিতলা এলাকায় নিজের বাড়ির সামনে তিনি এ কবর খুঁড়েন।বাড়িতে নিজের কবর অগ্রীম খুড়ে আত্মহত্যার হুমকি দিয়ে রেখে ব্যাপক আলোচনায় বরিশালের এই চেয়ারম্যান প্রার্থী।পুরো শহরজুড়ে অগ্রীম কবর খুড়ে রাখার ঘটনা এখন বেশ আলোচিত।বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী তার নিজের বাড়িতে এই কবর খুড়ে রেখে প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছেন,নির্বাচন সুষ্ঠু না হলে তিনি নিজের গায়ে আগুন দিয়ে ওই কবরেই আত্মহত্যা করবেন।আজ শুক্রবার তিনি এ ঘটনা ঘটান।ঐ চেয়ারম্যান প্রার্থীর দাবী সুষ্ঠু নির্বাচন হলে তার জয় নিশ্চিত।

এদিকে নিজের বাড়িতে চেয়ারম্যান প্রার্থী আত্মহত্যা করছেন এমন খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু ও মুলাদী থানা পুলিশের ওসি বিকেল ৫ টার দিকে ইঞ্জিনিইয়ার ইউসুফ আলীর বাড়িতে গিয়ে তাকে উপজেলা সদরে নিয়ে আসেন বোঝানোর জন্য।অন্যদিকে, ইউসুফ আলীকে আটক করা হয়েছে এমন গুজবে তার কয়েক হাজার সমর্থক বরিশাল-মুলাদী সড়কের এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের ওপর শুইয়ে পড়ে বিক্ষোভ করতে থাকে।ফলে ওই সড়ক দিয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে সড়ক অবরোধমুক্ত করে।

মুলাদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, ইঞ্জিনিয়ার ইউসুফ আলীকে আটক করা হয়নি।পরিস্থিতি শান্ত করার জন্য তাকে মুলাদী উপজেলা সদরে নিয়ে আসা হয়।এখন কাজীরচরের পরিস্থিতি শান্ত রয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, পরাজয় নিশ্চিত ভেবেই জনবিচ্ছিন্ন ও দল থেকে বহিষ্কৃত ইউসুফ ইঞ্জিনিয়ার ভোটারদের কাছে টানতে এই অপকৌশল অবলম্বন করেছেন।।এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী ইউসুফ ইঞ্জিনিয়ার জানান, কাজিরচর ইউনিয়নে নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই তিনি কবর খুঁড়েছেন।আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মন্টু বিশ্বাস জানান, কাজিরচর ইউপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিদ্রোহী প্রার্থী ইউসুফ ইঞ্জিনিয়ার অপকৌশল অবলম্বন করেছেন।বিদ্রোহী প্রার্থী কাফনের কাপড় পরে কবরের পাশে অবস্থান করতে থাকায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাসউদ এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান ঘটনাস্থল থেকে এক সহযোগীসহ ইউসুফ ইঞ্জিনিয়ারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।ইউসুফ ইঞ্জিনিয়ার ২০১২ সালে মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ বঞ্চিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...