ব্রেকিং নিউজ
Home - জাতীয় - এটা আপনার আমার বাবার টাকা না- অর্থমন্ত্রীকে সুরঞ্জিত সেনগুপ্ত

এটা আপনার আমার বাবার টাকা না- অর্থমন্ত্রীকে সুরঞ্জিত সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার দায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এড়াতে পারেন না।অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, সব ক্ষেত্রে শুধু ডিজিটালাইজেশন করলেই হয় না, তা সুরক্ষার ব্যবস্থাও থাকতে হবে।সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল সকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে এক প্রার্থনা সভায় বক্তৃতা করছিলেন।অর্থমন্ত্রীকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে।আপনাকেও দায়-দায়িত্ব নিতে হবে।এটা আপনার আমার বাবার টাকা না।এটা জনগণের অর্থ। অর্থমন্ত্রীর সমালোচনা করে সুরঞ্জিত আরও বলেন, কখনো ইংরেজিতে কয়, বাংলা কয়।কি যে কয় বোঝার উপায় নাই।এ সমস্ত জাতীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, হালকা করে দেখার কোনো সুযোগ নাই।
তিনি বলেন, সব কাজ করবেন শেখ হাসিনা।আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু।কী কয় রাবিশ-খবিশ।এগুলো কোনো কথা হলো? তিনি বলেন, আমাদের রাষ্ট্রীয় খাতের অর্থে হাত পড়েছে।এ বিষয়ে আরও দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে, সে যেই হোক কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, আমি আরও স্পষ্ট করে বলতে চাই, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষ।‘আগে জানালেও অবস্থা একই হতো’ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে সুরঞ্জিত বলেন, এগুলো কোনো কথা! নিশ্চয়ই আগে জানালে টাকা পাওয়া যেত। এগুলো সাধারণ ঘটনা না।পদত্যাগের বিষয়ে তিনি বলেন, সবাইকে একসঙ্গে খুশি করা যায় না। এটা বিরল আত্মত্যাগ এটাও যেমন ঠিক, আবার তাকে গভর্নর রাখা যাবে না এটাও ঠিক। দুইটা একসঙ্গে ঠিক হতে পারে না। প্রার্থনা সভায় সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতা ও হিন্দু ধর্মাবলম্বীর নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...