ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মুক্তিযোদ্ধার তালিকায় আরও ২৬ বীরাঙ্গনা

মুক্তিযোদ্ধার তালিকায় আরও ২৬ বীরাঙ্গনা

রাসেল সবুজঃ একাত্তরে নির্যাতিত আরও ২৬ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার।২০১৫ সালের ১২ অক্টোবর ৪১ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।এ নিয়ে মোট ৬৭ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, অন্য বীরাঙ্গনাদেরও মুক্তিযোদ্ধার তালিকায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার।এ লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে।

১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নির্যা‌তিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান।এরপর বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়।তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তা বন্ধ হয়ে যায়।

এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১৫ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এর আগে, ওই বছরের ২৯ জানুয়ারি এ স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...