ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দলের ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

দলের ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

বুধবার এই আমন্ত্রণপত্র ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বৈরী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কাউন্সিলের আমন্ত্রণপত্র পেয়েছেন।

জনি বলেন, “বিকাল ৫টার দিকে আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর কার্ড পৌঁছে দিয়েছি।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ সম্পাদক সৈয়দ আউয়াল শামীম ও মাসুদুল হাসানের হাতে দেওয়া হয় বলে জনি জানান।

বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কার্ড দুটি দিয়ে আসেন। জনির পাশাপাশি সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন ও যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রতিনিধি দলে ছিলেন।

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের উদ্বোধন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...