ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আতিউর রহমানের পদত্যাগ, নতুন গভর্নর কবির

আতিউর রহমানের পদত্যাগ, নতুন গভর্নর কবির

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাড়িয়েছেন ড. আতিউর রহমান। নতুন গভর্নর হচ্ছেন সাবেক অর্থসচিব ফজলে কবির।

প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে পদত্যাগ পত্র জমা দেন গভর্নর ড. আতিউর রহমান।

এ দিকে সচিবালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আজই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। ফজলে কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি ১৮ মার্চ দেশে ফিরবেন।

ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. ফরাসউদ্দীনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। যার কিছু অংশ ফিলিপাইন আর কিছু অংশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...