ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাণ্ডারিয়ায় নির্বাচন কমিশনার মো.জাবেদ আলী নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ভাণ্ডারিয়ায় নির্বাচন কমিশনার মো.জাবেদ আলী নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ভাণ্ডারিয়া সংবাদদাতা : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী বলেছেন, ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে । নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সর্বদা সচেষ্ট রয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে এখনও যারা আগাম শুভেচ্ছা ব্যানার, পোস্টার অপসারণ করেননি তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আচরণ বিধি ভঙ্গ করলে প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।
নির্বাচন কমিশনার আজ বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশন উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।
তিনি আরও বলেন, প্রার্থীদের সমর্থনকারী ও প্রস্তাবকারীদের অবশ্যই প্রার্থীদের সমমানের হতে হবে। সর্বনিম্ন দুই বছর পর্যন্ত সাজা প্রাপ্ত অপরাধীরা আগামী ৫ বছর পর্যন্ত কোন নির্বাচনে অংশ নিতে পারবেনা। এমনকি তারা কোন প্রার্থীর প্রস্তাবকারী এবং সমর্থনকারীও হতে পারবেন না। তিনি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসন ও সংবাদ মিডিয়ার গুরুত্বের কথা তুলে ধরে সকলকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানান।
এসময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, থানা অফিসার ইন চার্জ মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...