ব্রেকিং নিউজ
Home - জাতীয় - এরশাদের আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ বই এর মোড়ক উন্মোচন আজ

এরশাদের আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ বই এর মোড়ক উন্মোচন আজ

রাসেল সবুজ : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী নিয়ে লিখা বই ‘আমার কর্ম আমার জীবন’ এর মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান শেলী, সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং জীবনীকার হুসেইন মুহম্মদ এরশাদ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা আকাশ প্রকাশনী। প্রকাশক আলমগীর সিকদার জানান, প্রায় ৮৮০ পাতার লেখা এবং ১০৪ পাতার ছবিতে পরিপূর্ণ এই গ্রন্থটি অনেক বেশি সমৃদ্ধ। একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী বলতে যা বোঝায় তাই হলো- ‘আমার কর্ম আমার জীবন’। জানা গেছে, গত ২ বছরে বইটি লিখেছেন এরশাদ। বইটিতে ওঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটিও। এছাড়া রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের প্রায় সব কটি ঘটনা ওঠে এসেছে এই বইয়ে। বইটির মূল্যও ধরা হয়েছে ১০০০ টাকা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...