ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি

মঠবাড়িয়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি

সাংস্কৃতিক প্রতিবেদক <>

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকালে সূর্য উদয়ের পূর্ব মুহুর্তে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা হবে। সূর্য উদয়ের সাথে সাথে সরকারি , বেসরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধিন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৬ টায় শহীদ মিনারে ও ৭টায় সূর্যমণি শহীদ বেদীতে পুষ্স্তবক অর্পণ, সকাল সাড়ে আটটায় শহীদ মোস্তফা খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার্গকে সম্মাননা প্রদান। একই সময়ে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।

মসজিদ মন্দির ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।

বিকাল চারটায় শহীদ মোস্তফা খেলার মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

এছাড়া উপজেলার মিরুখালী স্কুল এণ্ড কলেজ এর উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীরা মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে মুজিবর্ষকে স্বাগত জানিয়ে মুজিব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় শহীদ মিনার মুক্তমঞ্চে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...