ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা করা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা করা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি <>
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ সকলকেই সরকার সাধ্যমত সহযোগীতা করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম (এমপি)। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী একথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। আওয়ামী লীগ সরকার সব সময়ই দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দুর্যোগে যাদের ঘর ভেঙে গেছে, তাদের সকলেরই ঘর তৈরি করে দেওয়া হবে।
উল্লেখ্য ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পিরোজপুরে ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি, প্রায় ৫০ হাজার কৃষকের সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল এবং দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপড়ে ও ভেঙে গেছে ৫ লক্ষাধিক গাছপালা।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...