ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে ।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দুর্গম এলাকা বলেশ^র নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের বলেশ^র বাজার সংলগ্ন জেলে পল্লীতে দুর্গত পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি মুশুরি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, দেড় কেজি নুডুলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ ও উপজেলা কমিশনার (ভূমি) রিপন বিশ^াস বন্যায় বলেশ^র নদ তীরবর্তী ভেড়ি বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকায় ক্ষতি গ্রস্তদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।

অন্যদিকে সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ স্থানীয় আওয়ামীলের নেতা কর্মী নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বলেশ্বর নদের মাঝের চরে দুর্গত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরন করা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ জানিয়েছেন, পর্যাক্রমে দ্রুত উপজেলা সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...